"ভেবে নেয়া যাক, আজ থেকে আরও চল্লিশ, পঞ্চাশ অথবা ষাট বছর পরে দুজনই জীবনসায়াহ্নে। কোনো অভিমান নেই, অনুযোগ নেই... শুধু একে অপরকে শেষবারের মতো একবার তীব্র করে ছুঁয়ে দেখবার এক দুর্দম আকাঙ্ক্ষা কেবল বেঁচে আছে, তখন কি হবে?"
তখন পৃথিবী সম্বিৎ ফিরে পাবে আমাদের গল্প শুনে
আর আমি পরাজিত দালানের সিঁড়ি হতে ধীরে ধীরে নেমে আসবো
যা হবে সাফল্যের শিখরে উঠবার নিশ্চিত পদক্ষেপ
আসলে ভালোবাসা তো কবিতার তেমন অলঙ্ঘনীয় স্তবক
যা বলে গেছে, প্রকৃত ভালোবাসায় পূর্ণতা অসম্ভব
ভালোবাসা হলো সেই মাদককন্ঠে বিষাদ-সঙ্গীত
আমাদের জানিয়ে যায় মনখারাপের চূড়ান্ত-স্তর
আমাদের সাথে যা হবে ভাল হবে
নাদান মানবেরা লিখে যাবে আমাদের সাথে পৃথিবীর অপরাধের বিস্তারিত
আর আমরা হুঁ হুঁ করে কাঁদবো
আর আমরা একে অপরকে মেনে নেব বিস্মৃতির বহুদূর...
আরাধ্য সুখ নাগালে ছুঁয়ে, তবু এক আশ্চর্য শূন্যতায়
আমাদের চোখেও শোক লেখা হবে