সানা, হয়তো এভাবে সরাসরি বলা চলেনা!
এভাবে মানুষের মুখে মানুষের অপবাদ শুনলে-
ব্রহ্মাণ্ড নারাজ হয়, অভিমানে নেভে নক্ষত্রেরা!
বিড়ালের চোখের মতো আকর্ষণীয় তোমার চক্ষু যুগল!
বিড়ালের চোখের মতই চক্ষুদ্বয়ে উপচানো কৌতূহল,
আর হন্তারক ছায়ার আঁচল নীল-সবুজের অথৈ উচ্ছাসে!
ওই যুগলচোখের বিচার সম্ভব প্ররোচণার অভিযোগে...
তোমার অজ্ঞাত আনাতোলিয়ার সুউচ্চ মিনারে দাঁড়িয়ে-
নিজের সবটুকু অনুনয় ঢেলে দেয়া সেই তরুণের কথা;
কেউ তাকে যেচে পড়ে বলেনি তোমার নাম, বলেনি,
"প্রত্যুষে উঠে বেরিয়ে পড়ে নিবিড়ে তার সন্ধান কোরো,
একান্ত সাক্ষাতে জানিও আমিও জপেছি তাহারই নাম!"
সানা, হয়তো তারও জানা ছিলনা সকল মাতোয়ারা বিশেষণ
সেও পরোয়া করেনি তুমি ব্যক্তিবাচক নাকি অনির্দিষ্ট সর্বনাম...
সানা, এমন আবদার অন্যায়, তবু নিগুঢ় ব্যক্তিস্বার্থে বলি-
অসংখ্য নরেশের হৃদপ্রান্তরে আজও সবুজের আনাগোনা;
তাদের খানিক করুণা কোরো, অবহেলার নামে রেহাই দিও!
তাদের কেউ চুয়াত্তর দেখেনি, ছিয়াত্তরের মন্বন্তর জানেনা...