অ আ বুঝাইয়ো না, আমার চন্দ্রবিন্দু মুখস্ত!
এরচে দক্ষিণের নদীরা ডাকুক আমারে,
ঝাঁকঝাঁক ভেটকিমাছেরা জানাক;
উহারাই বিপ্লবী ভেটকিমাছ...!
আমার সাথে ওরা একান্তে কথা বলুক,
জানুক আমারও যেকোনো মৎসে অরুচি,
এরপর মিত্র ভাবুক নির্ভয়ে, আমারে নিয়া-
কাহারো উচ্ছাস ঠিক তোমার বিপ্রতীপ হোক...
সানা, ভোরেতে আসিয়া ডাকিও না কর্কশ,
সেইসময় আমি ঘুমকাতর, শয্যাশায়ী রই!
এরচে ভাবো বৃক্ষনামধারী আমি কেমনে মানব হই?
ভাবো এবং ভাবিও, অভাবে কিংবা স্বভাবে ভাবিও-
গুহাবাসী বর্বর আমারে, আমারেই ভুলিবার তরে!
প্রহর দুই নিদ্রা না গেলে আঁখি মেলিবো না আমি,
আমার তো বাদবাকী সময় কাটে ক্লান্তি অনাদরে...
অ আ বুঝাইয়ো না, আমার চন্দ্রবিন্দু মুখস্ত;
ভোরেতে আসিয়া আর ডাকিও না কর্কশ!
নিজের পাতানো জালে নিজেই আঁখি হেরিতে...