সানার সহিত আমার বাঁশরী সানাইয়ের কিচ্ছা নাই
আসলে আমি তারে একবারো বলি নাই, "তোমারে চাই!"
যেইজন তিনমাসে উতপটাং বইলা বসতে সক্ষম এই কথা
আমার কাছে তারে চিরকাল লাগে প্রেমের আলেকজান্ডার
সানা, আমি এখনো সর্ববিষয়ে বাহাদুরি এড়াই,
পরাণ আর প্রেমের অতিশয় গতি ভয় পাই...
তারপরও যদি কোনোদিন আপাদমস্তক বদলাই
অথবা নাও বদলাই তাতেও তেমন অসুবিধা নাই
এইবার উচ্চারণে বিফল হবো না জ্ঞাত সেই কথা
মাঝখানের পাক্কা একশ বিশ মাস! কম সময় না...
সানা, তুমি কখনো খোঁজ নিছ নাকি আমার অজানা
বারোসপ্তাহের জেরে আমার বারোমাস নাগালে নাই!
অগুনতি মনকাড়া বিকাল অনাদরে গেছে
বৈকালিক চা, গলির আড্ডা ভালোলাগে না...