সানা, আমি ঝুলে আছি প্রিয়, কিছু আশ্বাস দিও;
অবিশ্বাস কমাতে কোরো খানিক বাড়তি আদর!
ভরসার চাঁদরে আর তো কেউ রাখেনা উষ্ণহাত,
আর্যঅনুভব, জাতপাত, সব ভুলেছি অনাদরে...
যদিও আমার ঘরে এখনো মেঘ আসে নিয়মিত,
সেতার বেহালা অসংলগ্ন, ওরাও সুর ভুলেছে;
বেসুরো নিনাদ শুনি আমি, নিজেরই মত লাগে;
মেঘের প্রাণঘাতী বজ্রসঞ্চয় সব মৌসুমেই অঢেল...
সানা,তমসার তীরে বসে তমসার সান্নিধ্য নিবারণে-
আমার এই সর্বশেষ অভিলাষ, অল্প আলোক দিও!
স্বল্পদৈর্ঘে আমিও সয়েছি যতটা মানবের প্রান্তসীমা,
অন্তরঙ্গ সবকিছু অলীক ভেবে সয়েছি নির্বিকার!
সানা, এইবার আমাকে রওনক তিথি দিও,
শীশমহলের ভিতর সূর্য এনে দিও পেলব...