এতদিন যত বর্ণনা পড়েছেন, ভুলে যান। আজ যার কথা বলবো, তার আকর্ষণ এমন.... উফ!
আপনারা বললেও বুঝবেন না। কল্পনায় ভাসবে ববিতা শুভশ্রী, কিন্তু হৃদক্রিয়া থমকে আসছে জানাতে, তারও অনেক অনেক বেশি
কী বলবো হায়! সৌন্দর্য-শিখরের উচ্চতা কত, এমন বিতর্ক তার পায়ে শেষ হয়ে যায়
বলা যায় এভাবে, সে একেবারেই অনতিক্রম্য, অযৌক্তিক মাত্রার
অবোধগম্য বলে যদি কিছু থাকে, কেবলই রহস্য তার
আপনাদের মাঝে কেউ কেউ অনুসন্ধিৎসু হয়ে থাকবেন নিশ্চয়ই
যার কথা বলছি, সে ইতিহাসের চূড়ান্ত বিদ্রোহের চেয়েও বেপরোয়া, দুর্নিবার আসে যায়, ঘটায় বিপ্লব
যেন ঘূর্নিঝড়, যেন ধরিত্রীরও বুক ভেদ করে যাবে এমন ব্রহ্মাস্ত্র
তবু তাকে নিয়ে ভাবলে মনে হয়, এই সুখ চিরন্তন হবে
আপনারা প্রলাপ ভাবুন অথবা থাকুন অনুৎসাহী
তার ব্যাপারে সামান্য অবহিত হলে আপনারা কখনও জীবিত ফিরতেন না
আমিও কামনা করি, সম্ভাবনা নিরংকুশে আপনারা সবাই মৃত হবেন, আবহ নিবিড়ে তারে রাখতে মৃত হবেন সকল আত্মীয় বান্ধব জনতা, ভাইবোন পিতামাতা
জানিবো আমি কতদূর আর সে সরে যাবে, চাঁদে দেখা না গেলে তাকাবো নক্ষত্রে