মানুষ কখনো সঠিক বোঝেনা
নিজেকে কেমন প্রলেপে ঢাকে অপর মানুষ
শরীরে অঙ্গে এতো স্পর্শ, এতো আলোড়ন
ওসব সূক্ষ্ণ প্রবঞ্চনা, ধোঁকা ছাড়া কিছু নয়
মানুষ কেবল চেহারাটা দেখে
মুখস্ত করে নেয় শরীরের মাপ
শরীরে একাকার হয় শরীরের অংশ
তবু মানুষই বলে, "পাওয়া তো অনেক দূর,
জানলাম মনে কোন সুর, বোঝা হইলো না তারে..."
মানুষ প্রেম করে কল্পনায়, নিজের নকশায়
প্রেম তখন নেই, যখন কেউ ভাবছে না
লিখতে লিখতে হঠাৎ এই উপলব্ধি আমার
মানুষ প্রেমে পড়ে মানুষের মাথার
তবে মাথাটা হলে ভাল সুদর্শন বা সুন্দরী কারো
বিপরীত লিঙ্গকে মানুষের কল্পনা যেভাবে চায়
এরবেশি বলা প্রলাপ বকা হবে
যেহেতু, যা লিখছি, লিখছি নেশার ঘোরে
চিন্তা প্রবাহ, মানসিক সুস্থ্যতা এইমুহূর্তে প্রশ্নবিদ্ধ...