এই জনমে তো হইল না, কিছুই কন্যা
হইল কেবল নয়ন গইলা জলের বন্যা...
তবু শ্বাস গেলে থাইমা, হাসতে কও?
এরচে তুমি বরং পাখিদের সাখে হও
আমি জলধারা হব, হাওয়াদের সাথে কথা কব
জলের লগে হাওয়াদের মাখামাখি প্রেমে হবে-
মেঘসম তুলা, ব্যথাদের ধুলা... একত্রে একাকার
শুধু এই জনমে নেকি অল্প, পর্যাপ্ত পাব কোথা?
কোনপথে পা বাড়াইলে আয়ুশেষ সয়নে-
মিলবে শহীদের মর্যাদা? আগাবো কোনদিকে?
রাত জাগিয়া কহেন বান্ধব, ওগো
বলেন ধুতুরার ফুল, পৃথিবীর উত্তরদিকটা শুধু ভুল