আমার শরীরের সুপ্ত কম্পাংক কেউ বুঝবে না,
জানবে না কেউ, কি করে আমি মৃত্তিকার টান-
উপড়াতে চাই হেলেদুলে, আমার সীমিত সামর্থ্যে...
যাদের অন্তরে ভরে, হাওয়া থেকে পেড়ে-
তীব্রতর মায়াবি আমার ঠুনকো সংসার;
হয়তো এবারই কোনো অকস্মাৎ আঘাতে-
আগলে রাখা সেই বাবুইগুলো মরে যাবে,
পুড়ে যাবে তাদের শৈল্পিক বসত...
কারণ, কালবৈশাখীর মৌসুম সমাগত,
আর বজ্রাহত হওয়ার আশংকায় থাকা-
শেকড়বন্দি এক তালগাছ আমি,
সুউচ্চ এবং সুমহান অসহায়ত্ব আমার...