আমি লেখা শুরু করলে তুমি নিজেকেই ভুলে যাবে
ইঁদুরের মত বিরক্তিকর হয়ে যাবে তোমার কন্ঠস্বর
অক্ষরে অক্ষরে সম্মোহনী ঘ্রাণ থাকুক না থাকুক
তবু স্থির হয়ে যাবে তোমার বর্তমান
ঝুলে যাবে ভবিষ্যত...
প্রণোদনা দিও না, ওইসব দিন শেষ বহু আগে
বহু আগেই দিয়ে রেখেছি তিন তালাক
তুমি সম্পর্কিত চিন্তাকে...
আমার ঘরে মোমবাতি জ্বলেনি বহুদিন
বহুদিন দেখিনি সেই কোমল আলোয়
কতটা আগ্রাসী লাগে সাদা ভাত
এইবার একবেলা পেট ভরে ভাত খেয়ে
বেরিয়ে পড়বো জঙ্গলে
সকালে আড়মোড়া ভেঙ্গে যদি দেখি
চোখ ধাঁধানো সর্ষে ক্ষেত, প্রেমে পড়ে যাবো
ওরা ছলাকলা শেখেনি আজও...