বহুদিন তোমাকে দেখিনা
প্রথম ষ্পর্শের সেই শিহরণ ভুলে গেছি প্রায়
লক্ষ আগরবাতি পুড়ে গেছে-
মসজিদে মন্দিরে,
ঈশ্বর আরশে নির্বিকার!
কাতর প্রার্থণায় কাজ হলো না
তোমাকেও দেখিনা বহুদিন...
আজ চোখ বুজে তুমি ভাবলে
ঠোঁট আসে, চোখ ভাসে
তুমি আসো না
মনেই নেই আর সেই দুরুদুরু ঘ্রাণ
তুমি আর তোমার আমরণ আবদার
আর হাসে না ইহলোকে
এক দীর্ঘশ্বাসে রাত কাটে না
বহুদিন, বহুদিন দেখিনা তোমাকে...