আজকের সন্ধ্যাটা ভোরের মত ঝলমলে
তুই উপস্থিত আজ এই শহরে...
আজ রাত হয়ে যাক দীর্ঘতম, খুব করে চাই সূর্য অচল হয়ে যাবে
বহুদিন অপেক্ষার অবসান হবে আজ, আবারও হাত হবে হাতে
অনেকটা সময় ঘড়ি দেখিনি আমি, ভয় হতো, মনে লাগতো চাপ
তোর সাথে দুরত্ব মেনে নেয়া আমার যে চিরকালীন বিরুদ্ধ স্বভাব...
আজ চাঁদ ওঠার দাবী ছেড়ে দিলাম, আজ মেঘ ঢাকতে পারে সকল তারা
শুধু তুই ছিলিনা বলেই সহায় মানতাম তাদের, হুটহাট হতাম দিশেহারা...
রাতের বেলায় সূর্য উঠলে উঠুক না আজ, তার মর্জি
আজ জোনাকীরা হিংসে হলে চাঁদটাও গিলে নিতে পারে...
আজ তারাদের জলসায় মন যাবে না
তুই উপস্থিত এই মুহূর্তে, এই শহরে...