দলা দলা জোনাকীদের কারণে আমার বাঁচতে ইচ্ছা করে
আকাশের সিংহাসনে চাঁদ হাসলে আমার বাঁচতে ইচ্ছা করে
কারো উন্নত বুকে চোখ গেলে নিজে নিজে বিব্রত হই আমি
একজোড়া স্তনের নিঃকন্টক অধিকার পেতেও বাঁচতে ইচ্ছা করে
বহুদিন অন্ধ থেকে প্রথম কার্যক্ষম চোখ মেলবার পর বলেছিলাম,
"ওয়ার্ল্ড ইজ সো ব্রাইট",
পাশে থাকা রূপসী নার্সের মুখটাও ভেসে ওঠে, সেই কথা বলিনি কাউকে
আরেকবার সেই দরদী অবয়ব দেখবার প্রবল ইচ্ছায় বাঁচতে ইচ্ছা করে
সবকিছুর জন্য মুগ্ধতা নিয়ে বসে আছি,
টেবিলে রাখা জর্জর রিমোটটার জন্য মায়া নিয়ে বসে আছি
বিশ বছরের পুরোনো ফ্যানটার মায়ায় বাঁচতে ইচ্ছা করে।
আমি যেন সেই আকুল সমুদ্র, প্রতিটা জলকণাতে যার নির্ভেজাল তৃষ্ণা
সেই জলকণাতেও অপার হাতছানি, সেইখানেও আবদার আমার...