পিছু ডাকলেই উল্টো হাটা যায় না
আমার সম্মুখে চোখ...
অতীত, বর্তমান বা আগামীতে সব নিয়ম পাল্টায় না
হাত পায়ের আঙ্গুলগুলো সম্মুখেরই ইশারা করে সাধারণত
এভাবেই অভ্যস্ত, জ্বীন কিংবা ইনসান...
আমি উল্টা ঘুরে হাটি তাই, এভাবেও সম্মুখে চোখ
পিছুডাক আর থাকে না তখন, সরাসরি বলা যায়
মুখোমুখি চলে আসে কেউ, চোখ থাকে চোখে
সামনাসামনি সে, আর আমার সম্মুখেই চোখ
আসলে আমি পেছন ফিরিই না কখনো
পিছুডাকে আমার অকারণ ভয়
সামনাসামনি তাকে রাখি অবধারিত নিয়তির মত
অলংঘনীয় বিধানের মত শুনি তার কথা, পিছুডাক নয়
চোখ মেলে দেখি আমার সম্মুখের আরেক জোড়া চোখ...