পাহাড়ের উপর এমন বাহারী মেঘের দিন
কার কথা ভাবতেছি অজানে আমি, আহারে
এমন দিনে কিছু কি যাইতো বলা তাহারে?
পাহাড়ের অভিমান নাই, নাই তার নিজস্ব দরদিয়া গান
অনুযোগেরা তার পদতলে আবদারে আবদারে হয়রান
তেমনই পাহাড়, সেই নির্লিপ্ত পাহাড় হত্যা করে আমারে
এইদিক দেখি, সেইদিকে তাকাই, কোথায় সেই তন্বী মুখ
সহস্র আয়াত বকেয়া যার নামে, কিংবদন্তি যার মায়াচোখ
নিরুত্তর এই অটল পাহাড়, নিরুপায় আমি, বোঝাই কাহারে
পাহাড়ের চারদিকে আজ রংধনুর ধোঁকাবাজি
মুহূর্মূহু মনখারাপ ওত পাতা আছে এই পাহাড়ে
কিছু কথা যদি অকপটে যাইতো বলা তাহারে...