আমার খুব প্রিয় সুতি ফতুয়া সকল খবর রাখেনা
পা কেন এতো নিশ্চল নাগরা জুতাজোড়া জানেনা
কারো ব্যক্তিগত গোপন খাতা থেকে নাম কাটা গেছে
তাই কোনো তদবিরেই আমি আজ আর পাত্তা পাইনা
আমার হাত জানলার কপাট বন্ধ, দিগন্ত নিরুপায়
উঠোনে শ্যাওলা, নির্ভয়ে পায়চারীর বন্ধ সব উপায়
কারো শ্রবণসীমায় কিছু উচ্চারণ নিষিদ্ধ আজ আমার
নিজে নিজের কথা বলিনা সেই অলংঘনীয় নিষেধাজ্ঞায়
সহচর জিপ্পো লাইটারও স্বস্তি দেয়না, পাথর ক্ষয়ে গেছে
আমার পোষা ম্যাও আজ অন্য কারো গৃহে, পেটের ধান্ধায়
তার কাছে আর কি আবদার জানাই? ধারে কাছে কি করে যাই?
ত্রিসীমানায় ঢুকবার আগেই নিষেধাজ্ঞা জুটে গেছে, নাম গেছে কাটা...