আমি সকল চেনা নারীর কাছে গেছি
অনাত্মীয়া
খুঁজেছি কিশোরী, তরুণী... পঙ্কিল
আমি তোমাকে ভুলতে চেয়েছি-
অনেক ভুলের ভিতর
আমার যা কিছু ভাল, সফেদ আপামর
বলেছে আমাকে,
কেউ কখনো অতীত ভোলেনি এমন কৌশলে
ভোলেনা এত গ্লানি মেখে, অজস্র ভুলে ভুলে
আমি অন্য সকলের দ্বারে গেছি
চেয়েছি নূতন নারীর খোঁজ, অচেনা
আমি অন্ধভাবে অশ্রুরাগে ভেবেছি
একদিন অনেক অনেক পাপে ও সন্তাপে
মুছে নেব হারিকিরি দিনের ধূলো
তবু কতবার এমন হলো, মনে হলো
বৃথা এই আগ্রাসন, বৃথা প্রয়াস যত
সামনে বিকল রেলপথ, পাথর বিছানো
পেছনে ফিরলে, পেছনেও ভীষণ ক্ষত
করাল মেঘে ভেসে গেছি আমি
তোমাকে ভুলতে, অনেক ভুলের ভিতর...