একদিন আমাদের সুখ দেখে
হাসিমুখে বাড়ি ফিরবেন শুভাকাঙ্ক্ষীগণ
নিকট কুঞ্জবনে অনাদি প্রজাপতির দল
হারাবে সংশয় ও সংকোচহীন
একদিন কাঠবাদাম-ত্বকে তোমার এরিওলা
আর সেই বিরল মাদকদৃশ্য আমার নাগালে
সাঁঝের অস্পষ্ট ছায়ার মতো নিমিষে হারাবে
বিগত দুই ফাল্গুনমাসের করাল স্মৃতির ঘ্রাণ
এরপর আমাদের চোখেও নক্ষত্র-আলো
আমাদের চারপাশ ঘিরে জলবায়ু ভালো
জানাবে স্বার্থহীন, কুশল কেবল এইটুকু নয়
এখন বাতাস মৃদু, বাতাস এখন হলকাবিহীন
একদিন পৃথিবীর সব পুরুষের মুখে
"নারী বাদেও দুনিয়ায় বহুকিছু আছে"।
অথচ আমার ব্যতিক্রম পুরুষ স্বপনে
অনাবৃতা তোমার শ্রেষ্ঠতম ল্যান্ডস্কেপ
অনবরত প্রতিরাতে
তারাদের ম্লান করা তোমার মহুয়াচোখ...