কাল সারাটাদিন নির্ঘাৎ তুমি কারণ ভেবেছো প্রচুর
নিত্যদিনের কবিতায় তোমাকে যেভাবে প্রকট রাখি
তার ব্যতিক্রম এই একটা দিনের নিয়ম
ফিরিয়ে নেয়া হাত, বাক্স বাহারি, ইমিটেশন চুড়ি...
উপহাস গালে মেখে চরকা কেটে যাবেন চাঁদের বুড়ি
শুধু মিথ্যে স্বপ্নের মত, আমাদেরও কোনটা যে কোথায়?
আকাশে মেঘ ওড়ে, দেখে মন পোড়ে
কোমল অথচ প্রবল প্রতারক স্মৃতিস্মারক
বেগতিকে নেমে আসে, চাইলে পালায়
চতুর হাওয়ারা এসে মৃদু ছুঁয়ে বলে
ঘাতক বাঁধিবে বাসা চিত্ত-বল্কলে
ধুলিতে ব্যধি, ধুলোস্তর জমে আছে হৃদয়ের গায়
তোমাকে তো এই এক অজুহাতেই ফেরানো যায়