বেছে নেবার জন্য দুটি আঙ্গুল
বিপরীত পরিণতির
এরপর কেবল দুটিপথঃ
এভাবে আবারও দু...চার অথবা অনন্ত বছর
অথবা মুহূর্ত পেরলেই আর কখনো বহুদূর নয়
দুটিপথ কেবল এরপর
দুটিপথ এরপর কেবল
কেবল দুটিপথ এরপর
কেবল এরপর দুটিপথ
এরপর কেবল দুটিপথ
এরপর দুটিপথ কেবল
এরপর যেভাবেই ভাবি না কেন
হয় আমরা একসাথে থাকবো
অথবা কখনও ফিরবোই না ছেড়ে যাবার অভ্যাসে
যার অনথ্যা কোনোভাবেই সম্ভব না
আমার যা হবে, তা হবে
আমি তো পুরাতন তোষকের মার খাওয়া তুলো
আমার কিয়দংশ ধুলো হয়ে পড়ে রইবে পথে
তুমি নাহয় নিজের জন্য বেছে নিও আলোর-মিছিল
আর এই অধোগত মেঘের কয়েকফোঁটা স্বচ্ছ নরম দাগ