নতুন প্রহর আসবেই, আসবে মঙ্গলময়
আমার সন্তানরে আমি শুধাইবো, আমি নাকি সে, কে কাকে বেশি ভালোবাসি-
মুছে ফেলে ভয় আর সমস্ত সংশয়,
আমাদের স্নেহ আর মায়া তাকে নিয়ে যাবে-
রাত শেষে অগুনতি রাতের দিকে
নক্ষত্রেরা মুছে যদি যায় অযাচিত মেঘেদের গ্রাসে
তবুও শহরের সমস্ত অলিগলি থাকবে অবিসংবাদিত আলোকোজ্জ্বল
আর নিষ্পাপ তার শিশুহাত আমার দিকে আঙুল বাড়াবে
আমি তা আলতো আঁকড়ে নিরাপদ পৃথিবী দেখতে একসাথে বের হবো
তার চোখের নির্ভরতায় আমি মুগ্ধ চোখে চেয়ে কপট বলবো,
"তোর মাকে আমার আর ভালোলাগে না,
আমার সব প্রেম এখন এইদিকে, আমার সব প্রেম জমে ক্ষীর
আর বর্ণ সোনালি অতীত থেকে ভবিষ্যত, সম্পূর্ণ ব্যাপ্তির"
অথচ বাহুলগ্না রমণীটি করবেন না কোনোই অভিমান...
রাস্তায় নেমে আসবে আরও অসংখ্য উৎফুল্ল কোমলমুখ
কেউ তাদের পিতামাতা কিংবা পিতামহ অথবা দিদিমার হাত ধরে
পৃথিবীর মুমূর্ষু মানুষেরা কেড়ে নিতে শিখে যাবে তাদের প্রাপ্য আয়ুর হিস্যা
কেড়ে নেবে আরাধ্য মুহূর্ত কিংবা লাগাতার মুহূর্তের পরমায়ু অর্ধসত্য জীবনের থেকে