সায়রের ঢেউ স্থবিরে জাগে তোমার চূর্ণকুন্তলে
সমস্ত রাত্রিপ্রহর বিভোর সেই সুডৌল সৌরভে
আর বাঁধন অতলে তার, আমার যত বিমর্ষভাব
সহসা বিস্ফোরণ ঘটে যদি সন্নিকটে, ধরে নিও-
তা তোমারই ওষ্ঠ আবেদনের অনিবার্য প্রভাব
যদি কুন্তল উন্মুক্ত করো আনমনে,
ওষ্ঠ থেকে মুছে দাও রঙের নেকাব
হয়ত শতসহস্র মর্মর প্রেমিক প্রাণ ফিরে পাবে
জেনো, আমি তাদেরও আগে জেগে ওঠা কেউ
টের পেলে ফিরে তাকিও, দেখো অন্ততঃ একবার
দেখো আপন কুন্তলে তোমার অস্থির সায়র ঢেউ