"সময় যখন পোড়ে সুতোর মত
হৃদয় কেন মোমের মতন গলে
সাধ তামাদি ভাব ভর করেছে হায়
এড়াই তোকে কোন সূবর্ণ কৌশলে?"
-------------------------------------
মনভালোর মিথ্যেরা এসময় আসবে না বলে কলম ছুঁড়ে শূন্যতায় হাত বাড়াই
টের পাই সেখানেও হাওয়া, ভাবি হাওয়ার দেয়াল পেরলেই হয়তো আকাশ অপার
হয়তো সেও কখনও কাউকে দেয়নি ধরা, খুলে দিয়ে অন্তরের অসীম প্রকোষ্ঠ তার
তারপর? দার্শনিক ভাব, জীবনে তোর অভাব... ওসব গল্প পরে
সত্যি করে জানাতে পারিস, কেউ কি তোকে...?
নাহ, তাও নয়! কে তোকে কবে নিখাদ পেয়েছিল বল?
বল কে এসে গিয়েছে নিয়ে-
নাগালের এত বাইরে যে পৃথিবীর কোনো যান আর সেখানে পৌঁছুবে না?
এখন এই যে ফিরে যাব নাকি ভুলে যাবোর দ্বিধায় বসে আছি ঠায়, তার কারণটাও একমাত্র তোকেই জানানো যায়
মনে হতো, নিরাময় যেহেতু তুই, ঔষধও তোর হাতে
তোর ডাকবাক্সে সুদৃষ্টি কামনায় ফেলে গেছি আবেদনপত্র বহুলক্ষবার
তবে আপাদমস্তক আমিতে বা আমার আকন্ঠ কামনায় তোর নামের যে অসুখ ছিল
আরোগ্য হোক না হোক, এইবার পুরোপুরি চেপে যাব, সেই উপহাসের সামান্যটুকু কোথাও লিখবো না