একমাত্র তোকেই চাইতে পারি, তোমাকে চেয়েছি
আর আপনাকেও চেয়েছিলামের অন্তর্নিহিত কারণটা আদিতম
আর বহুর বৈচিত্রপ্রীতিতে ভরপুর বলে
জীবনের সম্পূর্ণটা আমি কাউকেই দিতে পারি নাই
বারবার ভাবি, চলে যাব
বারবার ভাবি, প্রায় আধাটা জীবনে যা হয়নি
তারও বহু বেশি প্রাপ্তি লেখা হয়ে গেছে বলে-
'চলে যাব', নির্জন কোটরের অনিবার্যতায়
যেভাবে আমার পিতা থাকেন, পিতামহ আছেন
তবু মনে হয়, কারও সাথে নিয়মিত দেখা হলে-
'ভালো লাগতো', মদির পেতাম কিছুটা সময়
তোমাকেই একমাত্র চাইতে পারি, আপনাকে চেয়েছি
আর তোকেও চেয়েছিলামের মধ্যে তফাৎটা বহুমাত্রিক টানাপোড়েনের বলে
জীবনের সম্পূর্ণটা আমি কাউকেই দিতে পারি নাই
ধ্রুপদ ঢংয়ে, ভ্রান্ত শব্দের আশ্রয়ে লেখা হয় নাই
"নয়ন নিলো না সে, অশ্রুজল দেখেনি তাকিয়ে,
ছিন্নহৃদয় চায় যদি, যদি ক্ষত ভালোলাগে, দিতে পারি"