এই হেমন্তে উত্তাপের গফ, ক্যাম্নে কি?
অন্য কথা কও, শুনতেছ?
তুমি ভাত খাইছ, আমি পোলাও খাইছি...
খাইয়া সজাগ এখন, ঘুম দিয়া একদফা
উইঠা ধড়ফড় কৌতুহলে তাকাইছি মোবাইলের দিকে
তাকাইছি তার বেরঙ আলোর আয়নায়
আমারে লালের সাদা হরফ খেয়ে নিছে
খেয়ে নিছে ত্যাড়া সূর্য দূরে ঠ্যালা বাঁকা চাঁদের আলো
আমিও শীত বাসি অল্পস্বল্প ভালো
বাসি হৈমন্তি শিশিরে মাখামাখি কাশেরবনের ঘাস
দিবসরজনী পার লাগাতার আমার এই ইচ্ছা-পরবাস...