তুমি নেই তাই ঘরের নেশায় বাড়িছাড়া হওয়া যাবে
অসংলগ্ন মনে হতে পারে, তবু কথা চলবে অনর্গল!
শুধু তুমি নেই বলেই-
ইচ্ছেদের তারাবাতিগুলোর জন্য বরাদ্ধ করা যাবে
অনন্ত সময় জ্বলবার অফুরন্ত রসদ, রুপালি বারুদ...

তুমি নেই বলেই -
পৃথিবীর সকল ঘোড়সওয়ার শয্যাশায়ী আজ
বিস্তীর্ণ প্রান্তর অরক্ষিত ফেলে গৃহবন্দী সকলে
এইদিকে আমি ভাবছি, এইতো সূবর্ণ সুযোগ!
অসম্ভব মনে হতে পারে, তবু লিখে ফেলা যাক সেই গল্পটা-
যেখানে অমৃত গিলেই নিজের গর্দান নামিয়ে বসে আছি;
ধড়বিচ্ছিন্ন মুন্ডু কথা বলছে নাখোশ আজরাইলের সাথে,
আকাশের উদ্যানে উড়ছে হিংস্র বাঘ, অতিকায় ভাল্লুক...

তুমি নেই তাই ঘরের নেশায় বাড়িছাড়া হওয়া যাবে
রুপকথার ছলে বলে ফেলা যাবে নিজেরই অতীত...