আমার ঘাস গেল কই? কাশবনে? বেড়াইতে?
কেন গেছে সে, উত্তরের শুষ্ক হাওয়ায়,
আগাম কুয়াশার দেশে, ধোঁয়াশায়?
গেছে ঐ বনে, যেথা গাবগাছ নাই, যেইখানে অযথাই-
আকাশের মেঘ স্থলের উপরিতলে ছায়াদের কারণ...
আমিও যে কী হাবিজাবি লিখি, লিখি, যা লেখা বারণ
এরচে কঠিনতম শব্দ ছুঁড়ে জানাও সুস্পষ্ট, দূরে সরে যাব
মাটি পাইলে হলুদ বরণ, বরষার দিনে খিচুড়ি ভেবে খাব
খাব স্বর্ণকণা মাখা, গমের খোসায় যেমন থাকে
থাকে সূর্যের গায়ে, থাকে পাঁঁচবছর এগারো মাস
সাথে আরও কানায় কানায় উনত্রিশ দিনের পরে
আমার ঘাস গেল কই? ইহকালে? কোন সময়যানে?
এইখানে হাওয়ারা সুস্থির, তবু জলস্রোত নড়েচড়ে...