এসো না এই ঘরে
আলোর আঘাতে ভেঙে গেছে জানালার কাঁচ
আর কল্পনাতীত তীব্রতায় ঘিরেছে দহন আঁচ
এই ঘরে এসো না,
আদতে এখন এখানে ঘর নেই কোনো
বাতাসের বন্যায় বাস্তু ভেসে গেছে
এই ঘরে অথবা এইখানে ঘর ছিল যেখানে
তার তলে দাঁড়াবে কীসের ভরসায়?
নিঃচিহ্ন ঘরের ছাঁদ থাকে না কোনো
আকাশের প্রভুরও মর্জি উৎশৃংখল,
বর্ষাতি হাতে রাখা দায়...
এসো না এই ঘরে
এইখানে ক্লান্তি-সকাশে নিঃস্তব্ধতা আমার,
অসহায় নিরাকারে...