এইবছর কতবার যে ভেঁপু বাজিয়ে চলে যাব চলে যাব করেছে নকল আষাঢ়
অথচ প্রকৃতির চিত্রপটে দেখেছি রয়ে গেছে, রয়ে গেছে গায়ে মেখে সমস্ত পুরাতন নাম...
তবু এইমাত্র কেউ চলে গেলো, চলে গেলো ছুঁড়ে দিয়ে ভুবন ভোলানো হাসি
ফিরে গেল না জানি কোন নিরুদ্দেশ দিকে
অসংখ্য যুবারে সে ফেলে রেখে অলিখিত নরকের খাদে
এরপর কোথাও কি সুস্থির দাঁড়াতে পারি আমরা?
আমাদিগের পায়ের তলে নাই মাটি
আমাদিগের আয়ের নেশায় অঙ্গারহৃদয় আর ছাই
কী যে ভয়াল এই পরিস্থিতি!
অমুক পাড়ার তমুক নামের যে আলাভোলা ছেলেটা-
ধমনী বিক্ষত করে মৃত্যুকে ডেকেছিল একটা আকাশের সমান শূন্যতায়
সেও তার এই কিংবদন্তিতুল্য হাসি দেখে ভুলে যেত সাবেক প্রেয়সীর নাম
কোথায় তার ধাম আর কোন করাল পথে যে নিস্তার পেতে পারে...
এরকম ভাবতে ভাবতে ইতিমধ্যে গড়পড়তা সকল বাক্য
সার্বজনীন বর্ণনা, ইত্যাদি ইত্যাদি অর্থহীন মনে হচ্ছে
শুধু বন ভুলানো, বাদাড় ভুলানো, পাহাড়ের উপর মেঘের চাদর ভুলানো
মানে, এই জগতে যা কিছু বর্তমান তার সমস্ত ভুলানো
নিরবধি অক্ষয়, এমন একটা চুম্বনকে করে বসছি ইহজন্মের একমাত্র উদ্দেশ্য
আর মাথার ভিতর তাসের তিপান্নতম হাতের ইশারায়, ডায়িং উইদাউট এ কিস...