প্রিয়, দীর্ঘসময় আমরা পাশাপাশি নেই
পরস্পরের রাখি নি খোঁজ, সেও বহুদিন হলো
ইত্যবসরে
আমাকে শূকর খুবলে খেতে চেয়েছে
বাজপাখিরা নজরে রেখেছিল
এসব কিছুই জানাতে পারি নি, প্রিয়...
পৃথিবীতে আজ যারা যারা প্রেমের কথা বলে
তুমি তাদের বায়ু পরাগায়ণ দীক্ষা দিও
আঙুলে আঙুলের স্পর্শ কোনোদিন হোক না হোক
তাদের জানিও, অর্ণব ঢেউয়ে কিভাবে লেগে আছে
আমাদের যৌথ অতীতের গোপণতম সংকেত,
হাওয়ায় ভেসে আছে মায়ালু কামনা-পরাগ
আর আমার শরীরের কোষে কোষে যত বৈরাগ্য বিরাগ
খুলে খুলে নেমে আসবে তখন অস্থি-কাঠামো ছেড়ে
লেগে যাবে কাক-শকুনের মচ্ছব,
দৃষ্টি নিবদ্ধ রেখে অসংখ্য সারমেয় জিহ্বা লালা ঝরাবে
তাতে তোমার কী যাবে আসবে?
তথাগত হয়ো তুমি, তথাগত প্রিয়...