যেই চেনাপথে আজও হেঁটে যাওয়া হয়
বসে যাওয়া যায় যেই পথে
ধারেকাছে ফুটপাতে
সেই পুনশ্চঃ পথে ফিরে ফিরে তুমিও
ভগ্ন মনোরথে
সেই পথে হেঁটে গেলে-
নিজেকে তোমার গাছ মনে হবে
আগাছা মনে হবে
তুমি মনে মনে নিজেকেই বলবে,
"আমার না এই পথ এড়িয়ে যাবার কথা?"
ব্যথারাও বোঝেনা ব্যথাদের রুপকথা
ঐসব ভয়াবহ
আমাদের সঞ্জাত ভুলের কাহিনী
এমন চেনাপথের দ্বারে সাঁজোয়াযান
এমন চেনাপথ পাহারায় সৈন্যবাহিনী...