নিয়মেরা তো এমন যে চুরমার হবে প্রতিনিয়ত
নিয়ম আজকাল এটাই যে নিয়ম দেখবে বৃদ্ধাঙ্গুলি
বুকে টেনে বোমা আর গুলি, ঠোঁটে ছলনার ক্ষত
নিথর স্থাবর বর্ণমালা যত-
প্রলাপে স্লোগানে উড়িয়ে দেবে আদালত-কাঠগড়া উভয়
সেই সুযোগে দুঃস্বপ্ন ছুঁড়ে ফেলতে আমি চেঁচাব
আমি চীৎকার করে বলব, 'কুন'
আর আমার একটা নতুন পা হয়ে যাবে
হবে নতুন কান অলৌকিক সংবেদন সক্ষমতার ও সুশ্রী
আমি চীৎকার করে বলব "কুন ফায়া কুন"
আর এক মহিলা স্বৈরাচার আমার পেলব গলা জড়াবে
নেশাগ্রস্থের মত এগিয়ে আসবে একজোড়া ঈষৎকৃষ্ণ ওষ্ঠ
যা কিনা চাইলেই মেখে দেবে রোদ, পরিপূর্ণ বিষাদের বিপরীত
আসলে এত যে নিয়মের কথা বলে, নিয়ম শেখায় মানুষের জাত
কারোরই তো নিয়মপ্রীতি নেই, নীতিটিতি ছিলনা কখনো
যেমন করে সেও অনাবিল জানতো আড়াল-কৌশল, প্রতারণা
জানতো কিভাবে নিরন্তর তা চালিয়ে যেতে হয়
আমি শুধু এর শেষ দেখতে চাই, ছাইভষ্ম চাই
আমি চাইনা নিয়মের মারপ্যাচে সে আমাকে আরও হাজার মৃত্যু উপহার দিতে থাকবে
মহাকালের অতলে মিশে যাবে আমার অতৃপ্ত কামনার ফসিল
নিয়ম হোক এমন যে প্রতিনিয়ত চুরমার হবে আপাদমস্তক বা সমস্ত
আমার কামনা আর কায়ার অজস্র টুকরো বদলে গিয়ে বারুদে
চরমতম বিস্ফোরণ ঘটুক অন্ততঃ একটাবার
আর বিরতিহীন দামামায় এই ইতিহাস লেখা হোক,
"আমার কোনো বরষাকন্যা নেই, যার সাথে আমি স্নানে যাব
যার ভিতরে আমি স্নানে যাব,
যার স্থুলদাগ কাজলে লেখা হবে আমার শ্রাবণমাস..."