পৃথিবী যেমন শোক দেখেনি কোনোদিন
তেমন বিরলতম শোকে একদিন
একদিন তোমার ত্বক বদলাবে নীল থেকে নীলে
পৃথিবীর তাবত সবলমন তোমার থেকে
মুখ ফিরিয়ে নিজেদের যন্ত্রণা কমাবে
গমগম স্বরে দূর থেকে ভেসে আসবে
"একদিন তুমি যা দিয়েছিলে,
তার বিনিময়ে আজ আমার এই আয়োজন..."
তার ভরসায় তোমার ভয় চলে যাবে,
তবু তুমি কাঁপবে, তোমার চোখ ভুলে যাবে-
কোথায় চাইলে আকাশ হয়, পাহাড় কোনদিকে...
এমন প্রবল শোকে তুমি বাকরুদ্ধ হবে
সন্তানহারা মায়েরাও যা কোনোদিন অনুভব করেনি,
তখন তুমি তোমার নিঃস্ব সংসারে
তখন তুমি আর তোমার শূন্য সংসার
আহার ভুলে যাবে, ভুলবে অনাহার...
নিরন্তর শীত থেকে শীতকালে কুয়াশার বেশ ধরে
তোমাকে ঘিরে রাখবে পৃথিবীর বিরলতম শোক...