শোনো হে ভুল নয়না
শোনো, যে তোমার নাম মুখে নেয়া মানা
কর্ণ মাতানো স্পন্দনরাশি, জানায় নি সত্য
এ কারণে আমি কল্পপুরীর গল্প করি
গল্পে বলে যাই লীন বিশাখার কথা
বর্ষাহীন রাতে বজ্রালোক যদি আসে, বলি আমি,
তোমাদের রাজপ্রাসাদ, পাথরের ঘেরাটোপ ছেড়ে
বহুকাল আগে পালিয়ে এসে তাকিয়ে দেখেছি
অসীম আকাশে অসংখ্য রাহু-গ্রহ মরে গেছে
অবহেলায় স্বেদহীন, অপার অনায়াসে
শোনো হে শ্যাম-বিভীষিকা
শোনো, কোনোদিন যে শোনো নি তো কথা
তোমাকে জানাতে পারি আমি আজ
বহুকাল ধরে আঘাত সয়ে সয়ে বুকের উপর
কর্দম মৃত্তিকা হতে প্রস্তর, আমিও দুরূহতম