যে কোনোদিন এই আমি মৃত হলে
হয়ে গেলে বিস্মৃত কবিতার মতো মামুলি
হে তুখোড় মানব ও মানবীরা
একে অপরকে তবুও তোমরা
'ভালোবাসি' বলে হয়ো উদ্বেল
সব সাদা ও সব কালো লোকেদের চোখ
ভিজিয়ে দিলে বৈশাখের তুমুল বৃষ্টি,
বজ্রনিনাদে ঢেকে গেলে সকল আর্তনাদ
বুক থেকে ঝেড়ে ফেলে দ্বিধাদের ধুলো
বুঝিও, ক্রুটিরাও এ সময় মনকাড়া হয়
আমি মৃত হলে, যদি দেখ আমার চোখ ধূসর
হে আমার পুত্র ও কন্যাসমরা, তোমরা জেনো
এরপরেও হয়ত পদ্মাপারে, মেঘনার চরে
তোমাদের ছুঁয়ে যাব হাওয়া হয়ে এসে
তোমাদের জড়াজড়ি হাতের আঙুল গলে
নিজেকে খুঁজে নেব স্বার্থক ও স্থির