আমাকে মাত করো প্রিয়
যেভাবে শতরঞ্জ রাজাকে মাত করে
আড়াই লাফ ঘোড়া
আমাকে মাত করো বিষে, অনিমিষে
বুকে গেঁথে দাও খঞ্জর, ধারালো ছোরা
এই আমার, বা যার গেছে তার সবই গেছে
শুধু এককালে মামুলি ক্রীড়নক ছিল যারা
তারাই আজ তুখোড় খেলোয়াড়
ওদের হাতে তুলে দাও ঘাতক তীর
মোক্ষম চোট দিতে জানা অস্ত্রসম্ভার
আমার তো সব গেছে প্রিয়
এবার মাত করো নীলে, ধুতুরার ফুলে
আমাকে দাও কিস্তিমাত রাজার দশা
চারপাশে প্রাচীর যার, পদতলে পারাবার...