একটি সত্য সাধারণ গল্প কবিতার নামে
যদিও কবিতা গল্প নয়
তাই পাঠকের মর্জি, কী ভেবে পড়বেন
আজ এক অন্যরকম নারীর কথা
এক জর্জর মানুষের কথা, একত্রে এখানে
মানবী বলেছে
সামান্য আমার কারণে মানুষটা এড়িয়েছে পৃথিবী
মানুষটা যায়নি সমস্ত পৃথিবীর কাছে
লোকটা ভেবেছে
মেয়েটা পাগল, মেয়েটা হয়ত আলাদা
ভুল করছে আমার কাছে এসে
পৃথিবীই শুধু জানে, পৃথিবীর রহস্য
পৃথিবী জানে পৃথিবীর ভিতর হাজার পৃথিবী-
কীভাবে হয় ভীষণ প্রকট
কীভাবে ভাঙে-গড়ে অসংখ্যবার
তবু গল্প, কবিতা অথবা এই পঙক্তিমালার
গোপণ বক্তব্য বা আকর্ষণ এটুকুই যে,
এখানে বলে যাওয়া মানবীর চরিত্রটি অসাধারণ
আর মামুলি মানুষটা সেই ভীষণ কারণে অনুৎসাহী
ধর্না দিতে বাদবাকি পৃথিবীর কাছে...