"আকাশ চাইলে আকাশ দিতে হবে?"
এমন চাবুক প্রতিউত্তর গিলে নেবার পর-
দুইদিন পেটে দানাপানি যাবার কথা নয়!
তবে আপনাদের মধ্যে যারা ভাবছেন আমিও অভুক্ত,
তাদের কিঞ্চিৎ অপ্রস্তুত করতে এই অবাস্তব প্রচার;
আমার পেটে আজ দানবের ক্ষুধা,
আকাশের সমস্ত ঐশ্বর্য হজমে সক্ষম...
আকাশ তো চাওয়া যায় না, কখনো চায়না স্বাভাবিক মানুষ
এই প্রশ্নবোধক প্রতিউত্তর পূর্ব প্রাসঙ্গিক কামনাতেও ছিলনা-
এমন অসম্ভব দাবী, যা শ্রবণমাত্র আকাশ টেনে আনা যায়!
আর এইমুহূর্তে ভাবছি আকাশই চেয়ে বসব নাকি!
অভিনব অন্য তুলনা শুনবার খায়েশ ফিরতি সংলাপে,
তবে কিছুটা বাস্তব হলে ভাল হয়;
এই যেমন, "বাংলাদেশ ব্যাংক বাপের সম্পত্তি লাগে?"
কিংবা "উত্তর কোরিয়ায় গণতন্ত্র চালু করতে চাও?"
এমনও অসম্ভব নয়, হয়ত ক্ষমতাধর কারো নাগালে!
অসীম কিছু পার্থিব কামনার জবাবে বেশ বেমানান...
"আকাশ চাইলে আকাশ দিতে হবে?"
এমন অসংলগ্ন প্রতিউত্তর হজমের পর-
নিজেকে অনেকটাই গুটিয়ে নেবার কথা!
তবে যারা ধরে নিয়েছেন আমিও গৃহবন্দি, জানাতে চাই,
কালোকাঠের দোচালা এক ঘরের মোহে ঘর হয়নি আমার;
আকাশের নিচে বসবাস আকাশের করুণায়,
যেখানে বন্দিত্ব অসম্ভব...