ভালোবাসি এ বাংলার জল হাওয়া মাটি প্রকৃতি ।
নদী-নালা খাল-বিল , বনের তৃণে আছে সুমতি ।
গাছে গাছে পাখি দেখি কিচিরমিচির গান করে ।
তাদের সাথেই পিক , বসন্তের নব গান ধরে ।
যেথা যাই সেথা দেখি মাঠে আর ঘাটে সোনা ফলা ।
গাছে গাছে ধরে আছে সুপারি নারিকেল ও কলা ।
মেঠো পথের দু-ধারে ভিজে আছে দূর্বা হিম ছোয়া ।
আমার বাংলার মাটি , কেন ছড়িয়েছে এত মায়া ?
ষড়ঋতুর এ দেশে মজেছি তার কতনা রূপে ।
শীত বর্ষা আর গ্রীষ্মে দিয়েছি বাংলার তরে সঁপে ।
আমার পল্লির গাঁয়ে আঁকাবাঁকা নদী যায় বয়ে ।
কত ঝড় কত বৃষ্টি মাটি ঘর টিকে আছে সয়ে ।
বাংলার রূপ দেখতে যদি চাও পল্লি গাঁয়ে যাও ।
সেথায় গিয়ে তোমরা নদীর বালুর চরে যাও ।
বিকাল হলেই বৈঠা নিয়ে বাইতেও পার নাও ।
মাছ ও ধরতে পার যদি একটি বোয়াল পাও ।
যদি চাও পল্লি সুরে গাইতে পার বাংলার গান ।
জারি সারি ভাটিয়ালি এদের টানে জুরাও প্রাণ ।
কত না কবি বাউল এ বাংলার তরে গেছে মজে ।
আমি তো ঘুরতে চাই বঙ্গদেশে ভবঘুরে সেজে ।
ভালোবাসি এ বাংলার সোনার মাটি আর মানুষ ।
মিশে আছে কত জ্ঞানী আর গুণিন মহা পুরুষ ।
মরিবার তরে পাই যেন দেখতে বাংলার কায়া ।
আমার বাংলার মাটি কেন ছড়িয়েছে এত মায়া ?