পথে হলো দেরি গগনে মাতাল
মেঘেদের হুড়োহুড়ি ।
মনের খরায় দগ্ধ নগরে
সহসা ঝরিল বারি ।
এলো অমানিশা দেখি মরীচিকা
রেখায় শূন্য আঁকা ।
ক্লিব তো নই , না অনীশ্বর
হোক না সবই ফাঁকা ।
পিছুটান নেই , ক্লান্তি নেই
আছে শুধু হিল্লোল ।
পরাজয় মানি না, পবনে বহে
চঞ্চল কল্লোল ।
ঝঞ্ঝার মতো পাঞ্জা ধরেছি
পরাজয় আছে শত ।
করে প্রহসন নিচু জাতি মন
কেন মস্তক নত !
দুর্গম পথ চলে ভাগীরথ
শক্তি দাও হে প্রভু
ক্লান্ত ধমনি বৈরাগী রমণী
দিও না আমারে কভু ।