মুয়াজ্জিনের আযান ধ্বনি যখন শুনতে পারি ।
অযু করে মসজিদ যেতে বিলম্ব না করি ।
আযান শুনে আসে যত আলসেমি আর ছুতো ।
সব ঝেড়ে মসজিদে যাও পায়ে দিয়ে জুতো ।
জগৎ সংসার কর লালন প্রভুর হুকুম মেনে।
সালাত তোমরা আদায় কর রাসূলের পথ জেনে ।
হোক না যুদ্ধ কিংবা রিক্ত না দাও সালাত ছেড়ে ।
প্রভু তোমায় দিবে সাজা সালাত দিলে ছেড়ে ।
মনে নিয়ে খুশু খুজু আদায় কর সালাত ।
ছেড়ে দিও আছে যত ধর্মের নামে বেদাত ।
যা ইচ্ছা তা চেও তুমি সালাত আদায় কালে ।
প্রভু তোমায় দিবে সকল তুমি মুমিন হলে ।
যদি থাক উদাস মনে থাক যদি দুঃখী ।
সালাত আদায় করে দেখ হবে তুমি সুখী ।
মুক্তি যদি পেতে চাও আখের নিরেট কালে ।
সালাত তোমরা আদায় কর সঠিক সময় হলে।