প্রেমের বয়স শেষ তো কবেই ,
বিয়ের বয়স ও পেরিয়ে গেছে ।
তবু তুমি এ ভূবনে এলে না !
এখনও শূন্য হৃদয় আমার ,
শূন্যতা যেমন মরুভুর বুকে ।
প্রেম ভালোবাসা বিমর্ষ বেদনা ,
হাসি আনন্দ হয় না আমার ।
তপ্ত শিখায় বহ্নি তেজের -
উগ্র চোখের মলিন মায়ায় ,
পুড়ে ইস্পাত হয়েছি তো আজ ।
চারপাশে শুধু নিরব আঁধার ,
মাঝে মাঝে চোখে পরে তমোমণি ।
তাদের আলোয় চোখে লাগে খুব ।
দেখি আশা , মন হয়েছে পূর্ন্য ।
একটু এগিয়ে মনে শূন্যতা ।
গধূলি বেলায় একা লাগে খুব ।
সূর্যকে ডেকে বলি কোথা যাও ?
আমারে তোমার তেজ দিয়ে যাও ।
আমি হতে চাই গিরিসঙ্কট ,
হতে চাই দৃঢ় পাথুরে মানব ।