ওই তো চলে পথ শিশু করছে সবে হেলা ।
হাজার কষ্টের ভিতর তারা করছে মরন খেলা ।
রোগে শোকে ছোঁয় না ওদের পাথুরে এক দেহ ।
যখন ওরা ঘুরে বেড়ায় করে না কেউ স্নেহ ।
পথে ঘাটে দেখলে ওদের দিবে শতেক গালি ।
পায় না খেতে পায় না শুতে দেহে ধুলা বালি ।
ক্ষুধার জ্বালায় পঁচা খাবার সোনার মতো দামি ।
ওদের শত কর্ম দেখে চলতে গিয়েও থামি ।
কেউ বা আছে মা চেনে না পথের ধুলো চেনে ।
কেউ বা আছে মায়ের দুলাল নেশায় সুখ কেনে ।
হাজার খানেক মহাজনে গন্ধ গেল চেটে ।
সবাই বলে আমার জন্যে একটু দে না খেটে ।
মায়ায় পরে কেউ বা আবার আদর করে দিবে ।
লোক দেখিয়ে কথায় কথায় ওদের বেচে খাবে ।
জ্ঞানীগুণী মহাজনে একটু দেখ চেখে ।
ওদের মুখে প্রভু আমার দিছে মায়া মেখে ।