ক্ষুদ্র আমি তুচ্ছ আমি ভাবার কিছু নেই ।
মুর্খ আমি ক্ষুদ্র আমি সবার কাছে ভাই ।
যাহা বলি যাহা করি হবেই হবে ভুল ।
আমি কথা কইব নাকো সবার মুখে ফুল ।
গুণে শূন্য নেই পূণ্য পাড়া গাঁয়ের ভূত ।
নষ্ট জন্ম তা কি প্রভু দেখাও মৃত্য দূত ।
সাধুর হাঁটে এসে যেন হয়েছে মোর ভুল ।
ফেরাও প্রভু গড়ব তরী ভাঙব নদীর কূল ।
কথায় কথায় হচ্ছি খাট মনের অসুখ তাই ।
মরে গেছি আগের মত এখন আমি নাই ।
মনের ভিতর বোবা কান্না দেখে না তো কেউ।
ইচ্ছা করে কেঁদে দিব লুকিয়ে হাউ মাউ ।
অভিমানের খেয়ায় ভেসে হচ্ছে জীবন পার ।
আগুন লেগে মনের ভিতর পুড়িয়ে ছারখার ।
সবাই ভাল আমি খারাপ মানুষ চিনি ভাই ।
জীবন থেকে হারিয়ে গেলে পড়বে মুখে ছাই।