ও মাঝি ভাই ভেরাও ঘাটে তোমার ছোট্ট খেয়া ।
আমিও যাব তোমার গায়ে ডাকছে  হোথায় কেয়া ।
পাব না কো এখন দিতে, তোমায় পয়সা কড়ি ।
আমার বাড়ি যেও তুমি গুড় খেও এক হাড়ি ।

চিড়াও দিব  বসতে দিব শীতল পাটি পেরে ।
আমার সাথে ধইরো বাজি দিব তোমায় হেরে ।
আমার বাড়ির পুকুর পাড়ে ঝুলছে  কলার ছড়া ।
পান সুপারি খাইতে দিব কর না হাত ছাড়া ।

নদীর যত দেখছি শত মন ভোলানো দোলা ।
তোমার মতো পটু মাঝি করবে কেন হেলা ।
না করে তো  দিতেই পার যাব সাঁতার কেটে ।
তোমার গাঁয়ের রূপের ঝলক দেখব হেটে হেটে ।

গুল্ম লতা তরুর ছায়ে তোমার গাঁ-টি ঘেরা ।
তাঁহার পাশে  বয়ে গেছে মিঠা  জল ধারা ।
তৃষাতুর চোখ যায় যেতে চায় চারু গাঁয়ের পানে ।
মন ভোলানো রূপের  নেশায় মানুষ মারে প্রাণে ।


শুনেছি তার আছে যত শোভার শতেক কহন ।
মন মানে না যেতেই হবে ধূলা  পাব কখন ?
ও মাঝি ভাই ভেরাও ঘাটে তোমার ছোট্ট খেয়া ।
আমিও যাব তোমার গায়ে ডাকছে  হোথায় কেয়া ।