মনে পড়ে যায় দু হাজার তেরো
জীবনের ছোট বেলা ।
হাসি-খুশি আর দুষ্টুমি ভরা
জীবনের নানা খেলা ।
কত ভাল ছিল সেই দিন গুলো
আবেগপ্রবন যেন ।
আর তো আসবে না ,জানি তা আমি
মনে পরে তবু কেন ?
সে ছিল শীতল সময় ,তা জানি
সকল বন্ধু সবে ।
পড়েছি আমরা মডেল স্কুলে
অতীত সেই যে কবে ।
কতছিল মিতা আর সহচর
মিলেমিশে একা কার ।
শাখা ছিল ক খ করি শুধু ভো ভো
নাহি পড়ি এক বার ।
টিফিন টাইমে যেতাম বাড়িতে
ফিরতাম পাঁচ টায় ।
সেইদিন গুলো আর নেই কেন
এ কোন জীবন হায় !
ম্যাডাম অনেক ছিল আমাদের
ছিল মাত্র এক স্যার ।
সুযোগ পেলেই যেভাবেই হোক
দিত আমাদের মার ।
হেড স্যারে বকা আর পিটুনিতে
করতো জীবন নাশ ।
পাঁচটার কোচিং , এতে হতো পড়া
খাইতাম যত বাঁশ ।
রাতের বেলায় যেতাম বাড়িতে
ফিরতাম সেই প্রাতে ।
আসবে না আর সেই দিনগুলো
কোন নবযুগ হতে ।
চলরে বন্ধু ফিরে যাই সেই
মোদের পাঠশা লায় ।
করব সবাই ধরব হস্ত
বাঁধন হারা না হয় ।