এই চলো যাই হারিয়ে দূর নীলিমায় ।
চলো মিশে যাব তোমায় আমায় ।
প্রভাতের ওই স্নিগ্ধ সময় তোমার আমার -
শিশির ভেজা মেঠো পথে যাবার ।
দোলনচাঁপার সুভাস মেখে কর খেলা ,
কৃষ্ণচূড়া করছে রঙের মেলা ।
হঠাৎ করে হলো তোমার আমার দেখা ।
একটু দূরে গেলেই কেন খাঁ খাঁ !
দেশ হতে আজ দেশান্তরি হব দুজন ,
মেঘের দেশে এমন বেশে কজন ?
চাঁদনি রাতে নভশ্চরে চেপে যাই ,
মধ্য রাতে হেমন্তের গান শুনাই ।
নদীর পারে কুলু কুলু শুনি ধ্বনি ,
তুমি আমার দুই নয়নের মনি ।
তোমায় নিয়ে যাবো আমি দূর সমুদ্দুর ।
দেখবে সেথায় নেইতো কোন বীর ।
ঘুরে ফিরে ক্লান্ত বেশে তুমি পাশে ,
গল্প গুজব করব দুজন শেষে ।
তোমার সাথে ভাব ছিল তো সেই কবে !
হারিয়ে কি তুমি এখন যাবে ?