ভালোবেসে আমি চেয়ে থাকি পথ,
তুমি কি পথিক হবে?
তোমার আঁখির চপল চাহনি
দেখিব আবার কবে!
তুমি জাদুকরী কোন মন্ত্রে
বশীভূত আজ আমি।
তোমার দেখা না পাইলে হীরক
কয়লার মতো দামী।
কবে যাবে তুমি, সোনা মুখখানি
দেখিব নয়ন ভরে।
তোমার হাসির ঝিলিক দেখিয়া
মনের অসুখ ঝরে।
আসিও ভোমর নীলাম্বরীতে
আমার বাড়ির পথে।
তোমার সঙ্গে ঘুরব ভোমর
রাধারমনের রথে।
চলে এস তুমি, ও গো বিরহিনী,
কমুক তোমার লাজ।
তোমার প্রেমেতে ডুবে ডুবে মোর
একি হলো নব সাজ?
আকাশে বাতাসে ছড়িয়েছে নাম,
তোমার আমার কথা।
শুধু কি তোমার কর্ণে গেল না
তব পাগলের ব্যথা?
চলে এস তুমি, ও গো বিরহিনী,
বাজিছে পবনে বাজ।
কেটে যাক তব আছে যত আজ,
মোর তরে শত লাজ।