নিজের দোষের খবর নাইরে
অন্যকে কয় নন্দ,
নিজের বেলায় চাপা বাজি
আসলে সেই মন্দ।
দোষ যত সব নন্দ মিয়ার?
তুমি যে খাও বোতল বিয়ার!
নিজের মেয়ে পার্কে ঘুরে
সেইটা নাকি ছন্দ,
অন্যের বেলায় দেখতে আবার
ওইটা নাকি মন্দ।
আপনার বেলায় যেইটা পেয়ার,
পরের বেলায় দোষটা হায়ার।
নিজের ভুলে সর্বহারা
নাই তাহার'ই হুঁশ,
পরের ভুলে কিছু হলে
যত শত দোষ।
পরের বেলায় হয় যেটা ভুল,
নিজের বেলায় কয় সেটা ফুল।
অন্যের গায়ে শুঁকে বেড়ায়
আছে নাকি গন্ধ,
নিজের বেলায় খুব সচেতন
চোখ থাকিতেও অন্ধ।
পরের বেলায় হেঁসে বলে
দেখো তাহার কান্ড,
আসলে সে লোকটা পাজি
নিজেই একটা ভন্ড।
রচনা: ১৪ অক্টোবর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।