তুমি আসবে বলে
কাউকে ভালোবাসি কথাটি বলা হয়নি
মনটা খুব করে চাওয়ার পরেও
কারোর খোঁপায় গুঁজে দেওয়া হয়নি
ভালোবাসার রক্তিম গোলাপ।
তুমি আসবে বলে
নীল খামে ভরা গোটা গোটা অক্ষরে লেখা
একটা চিঠি আজও আঁকা হয়নি
কিংবা সাত সাগর তের নদী পারি দিয়ে
আনা হয়নি কবির সেই একশো আটটি
নীল পদ্ম।
তুমি আসবে বলে
হাতে হাত রেখে চোখে চোখ রেখে কথা হয়নি
পাশাপাশি হাঁটা হয়নি
সুখ দুঃখের আলাপ হয়নি
কিংবা অভিমানে ডুবা হয়নি ।
তুমি আসবে বলে
পাশাপাশি বসা হয়নি
জোৎস্না মাখা চাঁদনীর রাত হয়নি
ভালোবাসার উষ্ণ আলিঙ্গন হয়নি
কিংবা আদুরে মাখা খুনসুটিতে মাতা হয়নি।
তুমি আসবে বলে
অনেক অনুভূতির পূর্ণতা পায়নি
একটা বসন্ত আজও আসেনি
তুমি আসবে বলে,শুধু তুমি আসবে বলে।
রচনা: ১২ নভেম্বর ২০২৪
স্থান : মাদারগঞ্জ,জামালপুর।